বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

Rupganj রূপগঞ্জ

Rupganj
রূপগঞ্জ
Upazila
undefined
Shitalakshya River from Rupganj, Bangladesh
Rupganj is located in Bangladesh
Rupganj
Location in Bangladesh
Coordinates: 23°47.6′N 90°31′E / 23.7933°N 90.517°ECoordinates: 23°47.6′N 90°31′E / 23.7933°N 90.517°E
Country Bangladesh
DivisionDhaka Division
DistrictNarayanganj District
Area
• Total247.97 km2 (95.7 sq mi)
Population (1991)
• Total375,935
• Density1,516/km2 (3,926.4/sq mi)
Time zoneBST (UTC+6)
WebsiteOfficial Map of Rupganj
বিস্তারিত পড়ুন ... »

মঙ্গলবার, ২ আগস্ট, ২০১১

ডাউনলোড করুন Banner Maker Pro 7.0.5.1 ফুল ভার্সন



undefined
ব্যানার মেকার প্রো এমন একটি সফটওয়্যার, যা দিয়ে আপনি খুব দ্রুত এবং সহজেই ওয়েব বেইজড ব্যানার এ্যাডস, ওয়েব বাটন, ওয়েব হেডার, এ্যানিমেটেড জিআইএফ, লগোস, ইমেজ এ্যাডস এবং অন্যান্য গ্রাফিকস তৈরী করতে পারেন। দিতে পারেন আপনার ওয়েবসাইট, ব্লগসাইট কিংবা ব্যক্তিগত ব্লগে প্রফেশনাল আউটলুক! সিম্পলি ট্যাব মেন্যু ফলো করে এখনি তৈরী করুন পছন্দে ব্যানার, এ্যাডস, লগো, বাটন, এ্যানিমেশন ইত্যাদি।


নীচে কয়েকটি নমুনা দেখুন।





বিস্তারিত পড়ুন ... »

ডাউনলোড করুন প্রফেশনাল ডাটা উদ্ধারকর্তা: EASEUS Data Recovery Wizard Professional 5.5.1 | 4.2 MB ফুল ভার্সন (মিডিয়াফায়ার লিংকসহ)

ধরুন, কাজ করতে করতে হঠাৎ একটা ফাইল শিফট ডিলিট দিয়ে ফেললেন কিংবা প্রয়োজনের সময় খুব জরুরী একটা ফাইল খুঁজতে গিয়ে দেখলেন যে সেটা আপনার হার্ডডিস্কে আর নাই অথবা সিস্টেম ইন্সটলেশনের সময় ভুলে পুরো ড্রাইভটাই আপনি ফরমেট দিয়ে ফেললেন; সেক্ষেত্রে কী করবেন? মাথার চুল চিড়বেন নাকি EASEUS Data Recovery Wizard Professional 5.5.1 ব্যবহার করবেন?

data recovery wizard professional ডাউনলোড করুন প্রফেশনাল ডাটা উদ্ধারকর্তা: EASEUS Data Recovery Wizard Professional 5.5.1 | 4.2 MB ফুল ভার্সন (মিডিয়াফায়ার লিংকসহ) | Techtunes

উত্তর হচ্ছে, আপনি $90.00 ডলার মূল্যেরে EASEUS Data Recovery Wizard Professional-টাই ব্যবহার করবেন। কেন করবেন তার কারনগুলো আসুন দেখে নিই:

* ডাটা উদ্ধার করতে পারে হার্ড ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি স্টিক, ক্যামেরা স্টিক, জিপ, ফ্লপি ডিস্ক এবং অন্যান্য স্টোরেজ মিডিয়া থেকে।

* হার্ড ডিস্ক ক্র্যাশ কিংবা পার্টিশন এরর হলেও তা থেকে ডাটা উদ্ধার করতে পারে

* রিসাইকল বিন থেকেও মুছে ফাইল উদ্ধার করতে পারে

* ফাস্টার স্ক্যান, হাই কোয়ালিটি রিকভারি

* উইন্ডোজ থেকেও লিনাক্স ফাইল সিস্টেম থেকে ডাটা উদ্ধার

* ভাইরাসের কারনে মুছে যাওয়া ফাইল উদ্ধার

* উইন্ডোজ ইন্সটলেশনের সময় এক্সিডেন্টালি ফরমেট করা ড্রাইভ থেকেও ডাটা উদ্ধার

* অফিস ডকুমেন্ট, ফটো, মিউজিক, ভিডিও, ক্যামেরা, মাল্টিমিডিয়া, ইন্টারনেট ফাইলস, গ্রাফিক্স, ডাটাবেজ, ই-মেইল, ইত্যাদি সবই উদ্ধার করতে পারবেন।

* সাপোর্টেড ফাইল সিস্টেম: FAT12, FAT16, FAT32, NTFS/NTFS5, EXT2/EXT3

* সাপোর্টেড অপারেটিং সিস্টেম: Windows 2000/XP/2003/Vista/2008/Windows 7

যেভাবে ইন্সটল করবেন:
০১. জিপ ফাইলটি উপরের লিংক থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
০২. এখন "fo-drw55.zip" নামে আরেকটি জিপ ফাইল পাবেন। সেটাও আবার আনজিপ করুন।
০৩. এবার "fo-drw55.exe" ফাইলটি ইন্সটল করুন। এটাই ফুল এন্ড প্রফেশনাল ভার্সন।
০৪. এনজয়!

কীভাবে ব্যবহার করবেন:
EASEUS Data Recovery Wizard Professional কীভাবে ব্যবহার করবেন? খুব সহজ! সফটওয়্যারটির সহজ এবং বোধগম্য উইজার্ড-ই আপনাকে বলে দিবে আপনি আসলে কী খুঁজছেন এবং এরপর আপনাকে কী করতে হবে।

ডাউনলোড করুন: EASEUS Data Recovery Wizard Professional 5.5.1 | 4.2 MB ফুল ভার্সন [লিংক-০১] [লিংক-০২]

বিস্তারিত পড়ুন ... »

সোমবার, ১৮ অক্টোবর, ২০১০

টেলিকম

চার্জ না থাকলেও কল করুন-নকিয়া

ধরুন আপনার নকিয়া মোবাইল এ ব্যটারি লো...।।কিন্তু আপনার খুব ইনপর্টেন্ট একটা কল করা দরকার...কিন্তু হাতের কাছে চার্জার নেই...।সেখেত্রেও আপনি কল করতে পারেন নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে।।আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেন...সে ক্ষেত্রে আপনাকে "*3370#" চাপতে হবে...আপনার মোবাইল টি রিস্টার্ট হবে,তারপর যখন চালু হবে আপনি আপনার ব্যটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন......এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেড়ে ফেলুন...।(ডিএক্টিভ করতে #3370# চাপুন)।আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ এ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটমেটিক চার্জড হয়ে যাবে...।।
এক্ষেত্রে আপনি মাঝে মাঝেই এইরকম অশুবিধায় পরলেও পার পেয়ে যাবেন.........।
হাহাহাহাহাহাহ

তবে সকল মোবাইল এ কাজ করতে নাও পারে...

চায়না টিভি মোবাইল ভিডিও কনভার্টার।

আমাদের দেশ প্রযুক্তি গত দিক থেকে খুব একটা এগিয়ে নেই ঠিক তেমনি পিছিয়েও নেই আবার,আমাদের দেশে সব চেয়ে যে প্রযুক্তি এগিয়ে সেটি হচ্ছে মোবাইল,কিন্তু আমরা যদি ৫ বছর আগের কথা চিন্তা করি তা হলে মোবাইলটা ছিল আকাশের চাঁদের মত,কিন্তু তা সহজলব্ব করেছে পুরো বিশ্বে মোবাইল সরবরাহকারি দেশ চায়না।


যাক অনেক বক বক করেছি এবার আসল কথায় আসা যাক,কিছু দিন যাবত চায়না কিছু টিভি সেট বের করেছে যার ভিডিও কনভার্টার অনেকের প্রয়োজন,কিন্তু অনেকের কাছে সেই সফটওয়্যারটি নেই আর আমি তাদের জন্যই আমার এই টপিক।সফটওয়্যারটির নাম হচ্ছে VMD-MOVIE MAKER আর হ্যা আপনারা সফটওয়্যারটি সেটাপ দেওয়ার সময় অনেকে ঘাবরে যেতে পারেন কারন সেটাপ দেওয়ার সময় লেখা এরুপ আসবে ????????????? তবে এস্টাপ বাই এস্টাপ শেষ করুন।পরের কাজ গুলোতে আর কোন সমস্যা হবে না,আশা করি আপনাদের কাজে লাগবে আর কাজে লাগলেই আমার টপিকটি সারথক সফটওয়্যারটি পাবেনএখানে

নকিয়া মোবাইল সেটের কিছু সমস্যা ও করণীয়

বিশ্বখ্যাত ব্রান্ড নকিয়ার স্যাম্বিয়ান সেট গুলোর ৯০% সমস্যা হয় সফটওয়্যার জনিত, সফটওয়্যার জনিত সমস্যা যেমন আপনার সেটটি দিন দিন স্লো হয়ে যাচ্ছে । সেটটিতে ঠিকমত মিউজিক বা ভিডিও প্লে হচ্ছে না। সেটটি প্রায় হ্যাং হয়ে যায় । সেটটি ষ্টার্টআপ এ এসে বন্ধ হয়ে যায় ইত্যাদি । এক্ষেত্রে আপনি প্রথমে সেটের মেমোরী খুলে ফরম্যাট করে ফেলুন । তারপরে সেটটি রি-ষ্টোর করুন (ম্যানুয়ালী) এতে যদি কাজ না হয়। *#7780# চাপুন এতে যদি কাজ না হয় সবশেষে সেটটি বন্ধ করে *৩এবং সেন্ট বাটন এক সাথে চেপে ধরে পাওয়ার চাপুন । পাওয়ার আসার পরেও *৩এবং সেন্ট এই ৩টি বাটন ধরে রাখবেন যতক্ষন না আপনার সেটটি পরিপুর্ণ ভাবে চালু না হয় । আজ এ টুকুই ।

3G ছাড়াই GPRS Mobile দিয়ে Video Call

আমাদের দেশে 3G কবে পাব তার কোন নিশ্চয়তা নেই। তাই 3G আসার আগ পর্যন্ত GPRS Video Call নামক সফটওয়্যারটি দ্বারা এই কাজটি সেরে নিতে পারেন। এর মাধ্যমে GPRS Video Call সম্প্রচার বন্ধ ও চালু করার অপশন। একই সাথে আছে সম্প্রচার গ্রহণ শুরু বা গ্রহণ বন্ধ করতে পারবেন। এটি তৈরি করেছেন Avishek Ahmed নামে একজন প্রোগ্রামার।

বিস্তারিত জানতে এবং ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।
http://www.green-coder.com/greensoft/

নোকিয়া ফোনের কিছু মজার এবং প্রয়োজনীয় কোড

১. *#৯২৭০২৬৮৯# - আপনার সেটটি মোট কত ঘন্টা ব্যাবহার হয়েছে জানত্নে পারবেন।
২.*#০৬# - খুবই পরিচিত একটি কোড যা আপনার ফোন এর IMEI - Serial Number দেখাবে xxx xxx xxx xxx xxx
মজার বিষয় হলো এই ১৫ নম্বর হতে ৭ ও ৮ নম্বর সংখ্যা টি যদি
০৮ - জার্মান
০১ - ফিনল্যান্ড
০০ - Original Beat Quality
02 - Dubai
01- Chaina
তৈরী করা সেট।

৩. *#০০০০# কিছু বিস্তারিত তথ্য পাবেন আপনার সেট এর।

৪. *#৭৩৭০# - আপনার ফোনটি যদি ফরমেট করা প্রয়োজন হয় তাহলে এই কোড ব্যাবহার করতে পারেন। পাছওর্য়াড - ১২৩৪৫ যদি আপনি অন্য কোন পাছওর্য়াড পরির্বতন করে না থাকেন। (এই কোড ব্যাবহার করার আগে অবশ্যই আপনার ফোন এর সমস্ত ডাটা বেকআপ করে নিবেন। বেটারী ফুল চার্য থাকতে হয়।

জেনে নিন আপনার নকিয়া মোবাইলিটি কোন্ দেশে তৈরি করা হয়েছে

নকিয়া ফোনের IMEI ( International Mobile Equipment Identity) দেখে জেনে নেওয়া সম্ভব যে, আপনার ফোন সেটটি কোন্‌ দেশে তৈরি করা হয়েছে। ফোনের IMEI দেখার জন্য প্রথমে *#০৬# চাপুন। এখন কয়েকটি নাম্বারের কোড আসবে।

আপনি মোবাইলে কিভাবে বাংলা ওয়েবসাইট দেখবেন

ধাপ ১ : অপেরা মিনি চালু করুন।
ধাপ ২ : Enter web address here (মানে এড্রেস বারে) অথবা # 1 চাপুন, about:config অথবা opera:config লিখে ok press করুন।
ধাপ ৩ : অপেরা কনফিগারেশনের পেজটি অপেন হবে। এখানে Use bitmap fonts for complex scripts অপশনে Yes সিলেক্ট করে একদম নিচে Save বাটনে ক্লিক করুন।
এখন আপনার সেটটি ইউনিকোড ভিত্তিক যে কোন সাইট দেখার জন্য ব্যবহার করতে পারবেন। যে কোন ইউনিকোড ভিত্তিক সাইট এখন আপনার হাতের মুঠোয়।

মোবাইল মডেম সেটাপ ও ডায়ালার তৈরি। মোডেম কেনার খরচ বাঁচান

বর্তমান মোবাইল বা সেল ফোনের নানাবিধ ব্যবহার হচ্ছে। মোবাইলের অন্যান্য ব্যবহারের অন্যতম হচ্ছে ইন্টারনেট ব্যবহার। বাজারে প্রচলিত এখনার প্রায় প্রতিটি সেটে ইন্টারনেট বা জি.পি.আর.এস সুবিধা আছে। তাই সহজে আমরা রাস্তা বা বাজারে মেইল চেক করেত পারি। শুধু তাই নয় এসব সেটের অনেক গুলোকে আমরা মডেম হিসেবেও ব্যবহার করতে পারি। সুতরাং একটু কৌশল করলেই আলাদা ভাবে মডেম কেনার খরচ বেঁচে যাবে।

মোবাইল ফোনকে ব্ল টুথ এর মাধ্যমে মডেম হিসেবে ব্যবহার করা সম্ভব

ব্লু টুথের মাধ্যমে খুব সহজেই মোবাইলকে ব্যবহার করা যায় মডেম হিসেবে, এর জন্য প্রয়োজন নেই কোন ডাটা ক্যাবলের, এমনকি সেই মোবাইল কম্পানির কোন কানেক্টিং সফট ওয়ারও। প্রথমে একটি ব্লুটুথ ডিভাইস কিনতে হবে - যা বর্তমানে বাংলাদেশের সকল মোবাইল এবং কম্পিউটার মার্কেটে পাওয়া যাবে - দাম পড়বে ২৫০ – ৩০০টাকা।

নকিয়ার জন্য স্কাইপির বিশেষ সেবা

ইন্টারনেটভিত্তিক টেলিফোনি প্রতিষ্ঠান স্কাইপ নকিয়ার হ্যান্ডসেটের জন্য নতুন সংস্করণ ছেড়েছে। নকিয়ার স্মার্টফোন ব্যবহারকারীরা অভি স্টোর থেকে এ সংস্করণ ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত পড়ুন ... »

বুধবার, ২ জুন, ২০১০

Murapara Zamindar House

Murapara Zamindar House:

Ramratan Banerjee built the Murapara Zamindar House by the bank of river Rupshi in 1890. They were three brothers . Ramratan, Vijaychandra and Ashutosh. It was forbidden for the common people to cross the houses of these tyrant zamindars with their shoes on and under the cover of an umbrella.

Ramratan was a very trusted employee of a British indigo planter. The daughter of the indigo planter died of malaria. He left the country out of sheer grief. He asked Ramratan before leaving the country, ?What do you want?? Ramratan Banerjee knew all the secrets of the indigo planter. He asked for a trunk, the trunk that contained lots of money and ornaments. It was with that money and ornaments that he built up that vast zamindari and his mansion. There was a large scenic pond at front, with a set of stairs made of stone descending into it. There were vast fields on all sides of the mansion.

An influential person of the area bought the entire zamindari by three deeds from the children of Ramratan's youngest brother, Ashutosh Banerjee. The price of each deed was Taka 60,000. After the partition the then East Pakistan government set up a juvenile correction centre in the zamindar's house. The government in 1972 set up a refugee camp there for the non-Bengalis. In the last part of 1972 the local people occupied it and established a college, which is known as Murapara Degree College. The building has been renovated, and as a result it has lost all the marks of heritage. Two statues of lions were at the main gate of the Zamindar House. Even they were stolen during the war of liberation.
বিস্তারিত পড়ুন ... »

thanks

admin